Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেমিট্যান্স কমেছে ১৭ শতাংশ

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ৯ মাসে প্রবাসীদের পাঠানো আয় বা রেমিট্যান্স এসেছে ৯১৯ কোটি মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮৬ কোটি ডলার বা ১৭ শতাংশ কম। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে দেখা গেছে, ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে মোট রেমিট্যান্স এসেছে ৯১৯ কোটি মার্কিন ডলার। অথচ ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে রেমিট্যান্স আসে ১১০৬ কোটি মার্কিন ডলার। এদিকে একক মাস হিসেবে চলতি বছরের মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে ২০১৭ সালের মার্চ মাসে রেমিট্যান্স এসেছে ১০৮ কোটি ডলার। আগের মাস ফেব্রæয়ারিতে এর পরিমাণ ছিল ৯৪ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার। তবে এর পরিমান ২০১৬ সালের মার্চ মাসের তুলনায় কম। গত বছর মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহের পরিমাণ ছিল ১২৮ কোটি ডলার। দেখা যাচ্ছে গত কয়েক মাস ধরেই রেমিপট্যান্সের প্রবাহে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রবাসীরা বৈধ চ্যানেলের পরিবর্তে অবৈধ চ্যানেল বেছে নিচ্ছেন। এর ফলে একদিকে অব্যাহতভাবে কমছে প্রবাসী আয়। অন্যদিকে বাড়ছে মানি লন্ডারিংয়ের ঘটনা। তার মতে অবৈধ পথে দেশে টাকা পাঠানোর কারণে রেমিট্যান্স কমেছে। তবে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের তরফ থেকে ইতো মধ্যে রেমিট্যান্সের প্রবাহ বাড়াতে কাজ শুরু করা হয়েছে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেমিট্যান্স

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ