বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে জোনাব বাহিনীর সঙ্গে নৌপুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে দুইটি পাইপগান ও দুটি ট্রলার উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে সুন্দরবনের উলোখালি খালে এ ঘটনাটি ঘটে।
সুন্দরবনের রায়নগর পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এসআই) মন্টু কুমার দাশ জানান, সুন্দরবনে উলোখালি খালে বনদস্যু জোনাব বাহিনী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে নৌপুলিশ ও বনবিভাগ সেখানে অভিযান চালায়।
এদের উপস্থিতি টের পেয়ে জোনাব বাহিনী তাদের ওপর গুলিবর্ষণ করে। নৌপুলিশ ও বনবিভাগও পাল্টা গুলি করে। প্রায় ১০ মিনিট গোলাগুলির পর বনদস্যুরা পিছু হটে যায়। সেখান থেকে দুইটি পাইপগান ও দুটি ট্রলার উদ্ধার করেন নৌপুলিশ ও বনবিভাগের সদস্যরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।