Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ৩:৫৩ পিএম

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে দাবীকৃত ২০ হাজার যৌতুক না দেয়ায় সকিনা খাতুন লাকি নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী। পুলিশ লাশটি উদ্ধার শেষে গতকাল বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহত লাকি ফেনী সদর উপজেলার বারাইপুর গ্রামের মমিনুল হক পাটোয়ারীর মেয়ে।
জানা গেছে, বিশ বছর আগে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত বদিউল আলমের পুত্র সিএনজি চালক মোজাম্মেল হোসেন রাজু প্রকাশ ভুট্টুর সাথে সকিনা আক্তার লাকির(৩৮) বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে স্বামী ভুট্টু যৌতুকের জন্য লাকির উপর প্রায় সময় নির্যাতন করতো। মেয়ের সুখের কথা চিন্তা করে তার বাবা-মা বিভিন্ন সময় আর্থিক সহযোগিতা করে আসছিল। বিগত কয়েকদিন যাবত সিএনজি অটোরিকশা মেরামতের জন্য ভুট্টু যৌতুক হিসেবে লাকিকে ২০ হাজার টাকা বাবার বাড়ি থেকে এনে দিতে বলে। চার সন্তানের জননী লাকি তার বাবার দ্বারা এ মুহূর্তে টাকা দেয়া সম্ভব নয় বলা হলে তার উপর নেমে আসে নির্যাতনের খড়গ। এক পর্যায়ে বুধবার বিকেলে সিএনজি চালক ভুট্টু উপর্র্যপুরি নির্যাতন চালিয়ে লাকিকে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতে লাশটি উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহত লাকির পিতা মমিনুল হক পাটোয়ারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনের ১১-ক ধারায় ঘাতক ভুট্টুকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা(নং-৯) দায়ের করে।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ওসি (অপারেশন) মোহাম্মদ হানিফ জানান, ‘লাকিকে হত্যার ঘটনায় স্বামী ভুট্টুকে আসামি করে মামলা করা হয়েছে। আসামি ভুট্টুকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ