Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জের আনন্দবাজারে অগ্নিকাণ্ড

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ৩:০৯ পিএম

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আনন্দবাজারে অগ্নিকাণ্ডে ৯টি দোকানপাট পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, সকালে হঠাৎ আনন্দবাজারের মকবুল মেকানিকের দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে একে একে ৯টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসরা বাজারের আগুন নিয়ন্ত্রণে আনে।
বিশ্বম্ভরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকানের মালিকরা জানিয়েছেন।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের লিডা সোলেমান রেজা চৌধুরীজানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ