Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উল্লাপাড়ায় মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ৩:০৬ পিএম

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার প্রকল্পের অর্থায়নে পরিচালিত দুগ্ধ খামার ও প্লান পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার দিকে উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের চরতারাবাড়িয়া গ্রামে ওই প্রকল্পের অর্থায়নে গবাদি পশুর খামার, গোখাদ্য পরিবেশন, দুগ্ধ শীতলীকরণ কারখানা পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তিনি স্থানীয় কৃষকদের সাথে কথা বলেন এবং এই প্রকল্পের বিভিন্ন বিষয় সরেজমিনে প্রত্যক্ষ করেন। এ সময় তার সাথে ছিলেন ইউএস এইট এর বাংলাদেশ মিশন ডিরেক্টর ইয়ানিনা জেরু জেলস কি, স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম, উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকার, পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম ও প্রাণ কোম্পানির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ