Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ১

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ১ | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ১১:১৫ এএম

লালমনিরহাট জেলা সংবাদদাতা : লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাতীবান্ধা রেলওয়ের স্টেশন মাস্টার নূরন্নবী মিয়া বলেন, লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর রুটে চলাচলকারী লোকাল ৪৫৬ নম্বর বুড়িমারী স্থলবন্দরগামী ট্রেনে কাটা পড়ে বুধবার দিনগত রাতে অজ্ঞাত ওই ব্যক্তি মারা গেছেন। বিষয়টি লালমনিরহাট রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, বিষয়টি জানার পর লালমনিরহাট জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে। মরদেহ রেলওয়ে লাইনের ওপর পড়ে থাকায় সকালে বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা লোকাল ৪৬১ নম্বর ট্রেনটি হাতীবান্ধা স্টেশন ও পশ্চিম বেজগ্রামে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। পরে স্থানীয়দের চাপে ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় কৃষক আমজাদ হোসেন জানান, নিহত ব্যক্তির গায়ের রঙ ফরসা, মুখে পাতলা দাড়ি, পরনে পাঞ্জাবি ও লুঙ্গি রয়েছে। লালমনিরহাট জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ