Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজাপুরে নদী থেকে নারীর দেহের অংশবিশেষ উদ্ধার

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ১১:০৯ এএম

ঝালকাঠি জেলা সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের জাঙ্গালিয়া নদী থেকে এক নারীর দেহের অংশবিশেষ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (০৫ এপ্রিল) বিকেলে ইউনিয়নের কলাকোপা বাজারের ব্রিজ সংলগ্ন নদী থেকে অজ্ঞাতপরিচয় ‍নারীর অর্ধগলিত বাম হাতের কব্জি ও বুকের বাম পাশের অংশ উদ্ধার করা হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গিয়াস জানান, উদ্ধার হওয়া বুকের অংশের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে এটি কোনো নারীর দেহের।
তবে, এটি উপজেলার বাঁশতলা গ্রামের কাসেম খন্দকারের ছেলে প্রবাসী মিজান খন্দকারের (৩৪) স্ত্রী সীমা আক্তারের (৪০) কি-না তা ডিএনএ টেস্টের পর ‍জানা যাবে বলে জানান ওসি।
এদিকে, সীমা হত্যার ঘটনায় স্বামী মিজান খন্দকার, সবুজ খন্দকার, বোন শাহনাজ বেগম ও ভগ্নীপতি মিজান হাওলাদারকে (৩০) আসামি করে একটি মামলা দায়ের করেছেন সীমার বড়ভাই মাজেদুল ইসলাম।
মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে মিজান খন্দকারকে সোমবার (০৪ এপ্রিল) পাঁচদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ