বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তের পাথাইলকান্দী বাজার এলাকায় ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। গত রাত ৩টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধার তৎপরতা চলছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের স্টেশন মাস্টার নুরুল হুদা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগি রাত তিনটার দিকে বঙ্গবন্ধুসেতুর পূর্বপ্রান্তে ইব্রাহিমাবাদ রেল স্টেশনের অদূরে পাথাইলকান্দি বাজার এলাকায় লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে খুলনা, রাজশাহী, রংপুর, দিনাজপুরসহ উত্তরবঙ্গের সকল জেলার সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঢাকা থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে ট্রেনটি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে। দুপুর নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলেও তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।