Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈশাখীতে চলছে তোমার গল্পে সবার ঈদ : গল্প পাঠাতে হবে ১৫ এপ্রিলের মধ্যে

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আবারও শুরু হলো গল্পকার বাছাইয়ের জনপ্রিয় ইভেন্ট আরএফএল ডায়মন্ড কালেকশন জগ তোমার গল্পে সবার ঈদ। এবার এই আয়োজনের ষষ্ঠ আসর। দেশের তরুণ ও নবীন গল্পকারদের উৎসাহিত ও মূলধারায় যুক্ত করতে ২০১২ সাল থেকে এই আয়োজন করে আসছে বৈশাখী টেলিভিশন। এখন চলছে গল্প সংগ্রহ। এবারের বিষয় হাসির গল্প। সারাদেশের লেখকদের পাঠানো গল্প থেকে নির্বাচিত সেরা ৫ গল্পে নির্মিত হবে ৫টি ঈদের নাটক। নাটকগুলো পরিচালনা করবেন দেশের ৫ জন জনপ্রিয় পরিচালক। এ ছাড়া নির্বাচিত ৫ গল্পের প্রত্যেক লেখক পাবেন ৫০,০০০ টাকা করে পুরস্কার। নির্বাচিত সেরা ৫ গল্পের ওপর নির্মিত ৫টি নাটক প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায়। সর্বোচ্চ ১০০০ শব্দের মধ্যে ‘হাসির গল্প’ লিখে পাঠাতে হবে ১৫ এপ্রিলের মধ্যে। গল্প পাঠানোর ঠিকানা- তোমার গল্পে সবার ঈদ, বৈশাখী টেলিভিশন, ৩২, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২। ই-মেইলেও গল্প পাঠানো যাবে- sopnopuron@boishakhi এই ঠিকানায়। আরএফএল ডায়মন্ড কালেকশন জগ তোমার গল্পে সবার ঈদ-এর গল্প নির্বাচন প্রক্রিয়ায় বরাবরের মতো প্রধান বিচারক হিসেবে থাকছেন দেশের খ্যাতিমান তিন সাহিত্যিক-সেলিনা হোসেন, ইমদাদুল হক মিলন ও আনিসুল হক। এ ছাড়া প্রাথমিক পর্যায়ের বিচারক হিসেবে থাকবেন দেশের জনপ্রিয় লেখক, নির্মাতা ও নাট্যকারগণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ