Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমন-শম্পাকে নিয়ে সিনেমা শ্রাবণ তোমাকে

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক ইমন ও সুপার হিরোইন প্রতিযোগিতার শম্পা হাসনাইনকে জুটি করে শুরু হলো নতুন সিনেমা ‘শ্রাবণ তোমাকে’র নির্মাণ কাজ। সম্প্রতি এফডিসিতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এটি নির্মাণ করছেন তাজু কামরুল। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক, পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন, প্রযোজক খোরশেদ আলম খসরু ও সিনেমার কলাকুশলীরা। কামরুল জানান, গানের শুটিংয়ের মাধ্যমে সিনেমাটির নির্মাণ কাজ শুরু হয়েছে। এটি পুরোপুরি রোমান্টিক ধাঁচের। ঢাকাসহ শ্রীমঙ্গল, রাঙামাটি, বান্দরবানে শুটিং করা হবে। ইমন বলেন, সিনেমার গল্পটা আমাকে মুগ্ধ করেছে। তাছাড়া একেবারেই মৌলিক গল্পের সিনেমা। আমার চরিত্রটিতে অভিনয় করার অনেক সুযোগ রয়েছে। দর্শকদের জন্য দারুণ কিছু নিয়ে আসছি। ‘শ্রাবণ তোমাকে’র চিত্রনাট্য লিখেছেন ছটকু আহমেদ। চলতি বছরই সিনেমাটি মুক্তি দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ