Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুতের তার ছিঁড়ে গৃহবধূর মৃত্যু

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা : নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুতের তার ছিড়ে লতিফা বেগম (৩৫) নামের তিন সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ি হাট যমুনা ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। নিহত লতিফা বেগম ওই এলাকার হামিদুল ইসলামের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে লতিফা বেগম গোমনাতী আমবাড়ী পিডিবি’র ১১ হাজার ভোল্টেজের মেইন লাইনের পাশ দিয়ে ছাগল নিয়ে যাচ্ছিল। এ সময় আকস্মিকভাবে মেইন লাইনটি ছিঁড়ে তার গায়ে পড়লে বিদ্যুতায়িত হয়ে ঘটনা স্থলেই লতিফা বেগমের মৃত্যু হয়। এ ব্যাপারে ডোমার বিদ্যুৎ সরবরাহের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, বিদ্যুতের এ তারগুলো অনেক পুরনো। বোরো মৌসুমে বিদ্যুতের বেশী সরবরাহের কারণে তারগুলো হিট হয়ে ওই তারটি ছিঁড়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ