Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে আলোচনা সভা

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয়বস্তু ১০টি প্রকল্প হলো একটি বাড়ি একটি খামার, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, কমিউটি ক্লিনিক ও শিশু বিকাশ, আশ্রয়ন প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষাসহায়তা কার্যক্রম, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ রক্ষা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা আ’লীগের সভাপতি ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনবন্ধু আলহাজ এম এ মালেক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আলহাজ আহম্মদ আল-জামান (সিআইপি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খোরশেদা পারভিন, ধামরাই উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি, কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, ধামরাই সরকারি কলেজের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, আ’লীগের নেতৃবৃন্দ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ