পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বাগেরহাট জেলা সংবাদদাতা : বাগেরহাটের একটি গোডাউনে অভিযান চলিয়ে দেশি-বিদেশি বিভিন্ন ব্রান্ডের বিপুল পরিমাণের নকল ও ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার শহরের বণিকপট্টিতে অভিযান কালে সানন্দা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান থেকে এসব জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার আইনে ওই প্রতিষ্ঠানের মালিক আশিষ কুমার দত্তকে দুই লাখ টাকা জরিমানা করে আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী হাকিম নাজিম উদ্দিন। তিনি বলেন, সিটিজেনস ভয়েস অফ বাগেরহাট নামের ফেসবুক গ্রুপে নাগরিক অভিযোগ পেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়। এসময় লক্ষাধিক টাকার নকল ও ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয় এবং মালিককে দুই লাখ টাকা জারিমানা করা হয়। জব্দকৃত ওই প্রসাধনী সামগ্রীগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।