Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গার্মেন্ট শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মাহামুদ জিন্স লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, ওই কারখানার ৩৫ জন শ্রমিককে শোকজ করার প্রতিবাদে এবং বাৎসরিক ছুটির টাকার দাবিতে মঙ্গলবার (০১ মার্চ) সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কারখানার শ্রমিকরা। এর আগে সকাল ৯টার দিকে কারখানার ভেতর শ্রমিকরা কর্মবিরতি পালন করেন।এদিন সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ভেতর পুলিশ দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে শ্রমিকরা বিষয়টি কারখানার কর্তৃপক্ষকে জানালে কর্তৃপক্ষ পুলিশকে কারখানা থেকে সরাবে না বলে জানায়। এক পর্যায়ে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ