Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হঠাৎ ভারী বর্ষণে চট্টগ্রামবাসীর দুর্ভোগ

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

সাগর উত্তাল, বন্দরে সঙ্কেত
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে গতকাল (মঙ্গলবার) হঠাৎ করে দমকা থেকে ঝড়ো হাওয়ার সাথে বজ্রসহ ভারী বর্ষণে ব্যাপক নিচু এলাকা প্লাবিত হয়েছে। নগরবাসীকে বিশেষত শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। ভোরে এবং দুপুর থেকে দুই দফায় দমকা থেকে ঝড়ো হাওয়ার সাথে মুহুর্মুহু বজ্রসহ ভারী বর্ষণে সমগ্র চট্টগ্রামে বর্ষাকালীন অবস্থার সৃষ্টি হয়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় বিরাজমান একটি লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে এবং পূবালী বায়ুর সাথে পশ্চিমা বায়ুর মিলনের ফলে গতকাল চট্টগ্রামসহ দেশের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বর্ষণ হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে বৃষ্টিপাত হয়েছে ৫৮.৪ মিলিমিটার।
দু’দফায় বজ্রসহ ভারী বর্ষণে নগরীর চকবাজার, মুরাদপুর, বহদ্দারহাট, শোলকবহর, ষোলশহর, নাসিরাবাদ, বাকলিয়া, চাক্তাই, খাতুনগঞ্জ, রাজাখালী, আগ্রাবাদ, সাগরিকা, হালিশহরসহ অনেক এলাকা হাঁটু সমান কাদাপানিতে সয়লাব হয়ে যায়। এসব এলাকায় শত শত গুদাম, আড়ৎ, দোকানপাট ও বাসাবাড়ি কাদাপানিতে একাকার হয়ে যায়। রাস্তাঘাট তলিয়ে যায়। গুদামে মজুদ মালামালও ক্ষতিগ্রস্ত হয়।
দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির কারণে বন্দরনগরীতে দিনের বেশির ভাগ সময়ই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করে। এ সময় চট্টগ্রাম বন্দরে ও বহির্নোঙরে আমদানি-রফতানিমুখী মালামাল হ্যান্ডলিং, ডেলিভারি পরিবহন ব্যাহত হয়। নগরীতে অনেক জায়গায় যানজটের হয়। নগরীর অনেক কাঁচাবাজার বর্ষণে তলিয়ে যায়। বিকেল সাড়ে ৪টা থেকে বর্ষণ স্তিমিত হয়ে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হয়। তবে নগরীর অনেক নিচু এলাকা কাদাপানিতে সয়লাব থাকাবস্থায় জনদুর্ভোগ বেড়ে গেছে। এদিকে আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় জানা গেছে, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপে তারতম্যের আধিক্য বিরাজ করছে। বাংলাদেশ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর-উপক‚ল উত্তাল হয়ে উঠেছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপক‚লীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপক‚লের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।



 

Show all comments
  • Ramzan Ali ৫ এপ্রিল, ২০১৭, ১০:৪৩ এএম says : 0
    আরে ভাই এটা উন্নয়ন এর মহাসড়ক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ