Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কলমাকান্দা থেকে অপহৃত শিশু সামীকে গাজীপুর থেকে উদ্ধার, একজন গ্রেফতার

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনার কলমাকান্দা থেকে অপহৃত প্রথম শ্রেণীর ছাত্র শিহির শাহরিয়ার খান সামীকে (৬) অপহরণের ৩৮ ঘণ্টা পর পুলিশ গত সোমবার রাত ১২টার দিকে তাকে গাজীপুর চৌরাস্তার বাস স্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করেছে।
নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী আজ মঙ্গলবার দুপুরে তার সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং-এ বলেন, সারা দেশে হঠাৎ করে শিশু অপহরণ ও হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশ বিভাগ শিশু সামী অপহরণের ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপহরণের ৩৮ ঘণ্টার মধ্যে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে। তিনি জানান, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বড়তলা গ্রামের কয়লা ব্যবসায়ী আবু সাঈদ খানের পুত্র বড়তলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্র সামীকে গত রবিবার সকাল ১০টার দিকে স্কুল থেকে ফেরার পথে পার্শ্ববর্তী গারামপাড়া গ্রামের আরফান আলীর পুত্র কলমাকান্দা ডিগ্রী কলেজের ছাত্র জালাল উদ্দিন(১৯) মুক্তিপণের দাবীতে অপহরণ করে। আবু সাঈদ খান ঐদিন সন্ধ্যায় কলমাকান্দা থানায় জিডি করলে পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আধুনিক প্রযুক্তি মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গত সোমবার রাত ১২টার দিকে গাজীপুর চৌরাস্তার বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করে। অপহরণের সাথে জড়িত থাকার দায়ে পুলিশ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার গিরিদরপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র আব্দুল করিমকে গ্রেফতার করেছে। মূল অপহরণকারী জালাল উদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ