রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কৃমিনাশক ওষুধ খেয়ে প্রায় শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার গালা গণবালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষক ও শিক্ষার্থীর স্বজনরা জানান, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলার গালা গণবালিকা উচ্চ বিদ্যালয়ে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে। এ ঘটনায় প্রায় শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এতে বিদ্যালয়ের অন্য ছাত্র-ছাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। ভ্যান, নসিমন ও গাড়িতে করে ৫০ শিক্ষার্থীকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর অসুস্থ শিক্ষার্থীরা হলো- ষষ্ঠ শ্রেণীর কুলসুম, সুমি, কলি, মাফিয়া, মীম, আরজিনা, যুথি, মাহমুদা, আলিফা: সপ্তম শ্রেণীর তৃষা, শাহিনা, বীনা, মিতু; নবম শ্রেণীর তন্নী, সীমা ও মিনারা প্রমুখ। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহীন, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান শামীম খান তাদের দেখতে হাসপাতালে ছুটে যান। ঘাটাইল উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: নারায়ণ চন্দ্র সাহা জানান, খালি পেটে কৃমির ওষুধ খেলে কিছুটা খারাপ লাগতে পারে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসা দিলে সুস্থ হয়ে যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।