Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃমিনাশক ওষুধ খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কৃমিনাশক ওষুধ খেয়ে প্রায় শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার গালা গণবালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষক ও শিক্ষার্থীর স্বজনরা জানান, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলার গালা গণবালিকা উচ্চ বিদ্যালয়ে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে। এ ঘটনায় প্রায় শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এতে বিদ্যালয়ের অন্য ছাত্র-ছাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। ভ্যান, নসিমন ও গাড়িতে করে ৫০ শিক্ষার্থীকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর অসুস্থ শিক্ষার্থীরা হলো- ষষ্ঠ শ্রেণীর কুলসুম, সুমি, কলি, মাফিয়া, মীম, আরজিনা, যুথি, মাহমুদা, আলিফা: সপ্তম শ্রেণীর তৃষা, শাহিনা, বীনা, মিতু; নবম শ্রেণীর তন্নী, সীমা ও মিনারা প্রমুখ। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহীন, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান শামীম খান তাদের দেখতে হাসপাতালে ছুটে যান। ঘাটাইল উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: নারায়ণ চন্দ্র সাহা জানান, খালি পেটে কৃমির ওষুধ খেলে কিছুটা খারাপ লাগতে পারে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসা দিলে সুস্থ হয়ে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ