Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচবিবিতে ১৫ কেজি বিস্ফোরক তৈরির পাউডার উদ্ধার

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

পাঁচবিবি উপজেলা সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবির আটাপাড়া সীমান্ত এলাকা থেকে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের বালতি থেকে ১৫ কেজি বিস্ফোরক পাউডার উদ্ধার করেছে জয়পুরহাট ৩-বিজিবি সদস্যরা।
সোমবার রাতে বিজিবির একটি টহল দল আটাপাড়া বিওপির গেইট থেকে এই বিস্ফোরক দ্রব্যগুলো উদ্ধার করে।
জয়পুরহাট ৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল খবির জানান,হিলি-জয়পুরহাটগামী বগুড়া-জ-৬৯০০ এবি নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বাসের পিছনের সিটের নীচে প্লাস্টিকের বালতিতে দুইটি পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি সালফার জাতীয় দ্রব্য, যা উচ্চ বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা হয়। উদ্ধারকৃত বিস্ফোরক পাউডারের সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার জন্য অভিযান চলছে বলেও তিনি আরও জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ