রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাঠালিয়া (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ঝালকাঠির কাঠালিয়ায় এক হতদরিদ্রের গাভীর পা কুপিয়ে কেটে ফেলা হয়েছে। উপজেলার ছোনাউটা গ্রামে গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। জানা গেছে, ছোনাউটা গ্রামের ওয়াজেদ খানের পুত্র আনোয়ার হোসেনের দুগ্ধজাত একটি গাভী ঘাস খেতে খেতে ছলেমান গাজীর পুত্র হানিফ গাজীর জমিতে চলে যায়। পূর্বশত্রæতার জের ধরে এ সময় হানিফ গাজী মাটি কাটার খোন্তা দিয়ে গাভীটির পা কুপিয়ে কেটে ফেলে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এস এম জিয়াউল হক জনান, গরুটির সামনের পায়ের রগ সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে। অনেকবার চেষ্টা করে ক্ষতস্থানে সেলাই দেয়া হয়েছে। কিন্তু তা টিকবে না। ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। পা দিয়ে অনেক রক্তক্ষরণের কারণে গরুটির অবস্থা আশঙ্কাজনক। আনোয়ার হোসেনের স্ত্রী জানান, গরুটি আমাদের একমাত্র সম্বল। প্রতিদিন ১০ কেজি দুধ দেয়। দুধ বিক্রি করে আমাদের সংসার চলে। গরুটি মারা গেলে আমাদের অনাহারে দিন কাটাতে হবে। এ ব্যাপারে হানিফ গাজীর মোবাইল ফোনে কল দিলে সংবাদিক পরিচয় পাওয়া মাত্রই ফোন কেটে দিয়ে মোবাইল বন্ধ করে রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।