রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : সখিপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের সংরক্ষিত মহিলা (৩নং ওয়ার্ড) ইউপি সদস্য উপ-নির্বাচনে ভোটার আইডি জালিয়াতি করে নির্বাচনে প্রার্থী হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আগামী ১৬ এপ্রিল ওই শূন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার হাতীবান্ধা ইউনিয়নে ২০১৬ সালের ২৮ মে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে হাতীবান্ধা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে (৭, ৮ ও ৯নং ওয়ার্ড) সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হিসেবে শাহিনুর আক্তার নির্বাচিত হন। তার মৃত্যুর কারণে আসনটি শূন্য হয়। এ আসনে শাহিনুরের মেয়ে কানিজ ফাতেমা প্রার্থী। ২০১৬ সালের ২৮ মে নির্বাচনে শাহিনুর আক্তার নির্বাচনী হলফ নামায় তার দুই সন্তানের কথা উল্লেখ করেন তাতে দেখা যায় মেয়ে ফাতেমা তাজ ৮ম শ্রেণিতে পড়ে জন্ম তারিখ ১৭/০৭/২০০৩। সে রাজাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় হতে ২০১৬ সালে জেএসসি পাস করেছে, রোল- ৩৪৮৬৮। পিতার নাম মো. মিজানুর রহমান ও মায়ের নাম শাহিনুর আক্তার ঠিক রেখে নিজের নাম কানিজ ফাতেমা উল্লেখ করে জন্ম তারিখ ০১/০৭/১৯৯৮ দেখিয়ে ভোটার হয়েছে, যার এনআইডি নং- ১৯৯৮৯৩১৮৫৪০০০০২৯৬ ও ভোটার নং- ৯৩০৮৩০০০০৪৩৪। আবার বাবা ও মায়ের নাম ঠিক রেখে কানিজ ফাতেমা জন্ম তারিখ ০১/০৭/১৯৯১ দেখিয়ে দ্বিতীয় বার ভোটার হয়েছে, যার এনআইডি নং- ১৯৯১৯৩১৮৫৪০০০০৪২৯ ও ভোটার নং ৯৩০৮৩০০০০৪২২। এ বিষয়ে অপর প্রার্থী শেফালী আক্তার বাদী হয়ে ভোটার আইডি জালিয়াতির সকল প্রমাণাদি সখিপুর উপজেলা নির্বাচন অফিস ও টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসে উপস্থাপন করার পরও অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা গ্রহণ না করে কানিজ ফাতেমাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলামকে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।