Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জালিয়াতি ও অর্থ আত্মসাত ছাগলনাইয়া উপজেলা মুক্তযোদ্ধা কমান্ডার ইউছুপ চৌধুরী বরখাস্ত

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : মুক্তিযোদ্ধা সংসদের ছাগলনাইয়া উপজেলা কমান্ডার ইউছুপ চৌধুরীকে জাল সার্টিফিকেট প্রদান, অর্থ আত্মসাৎ ও নানা অনিয়মের দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ফেনী জেলা কমান্ডার মীর আবদুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেন্দ্রীয় সংসদের নির্দেশে ইউছুপ চৌধুরী ও সহকারী কমান্ড্রা (অর্থ) মনিরুজ্জামা চৌধুরীকে বরখাস্ত করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ছাগলনাইয়ার জমাদ্দার বাজার মেইন রোড সংলগ্ন মুক্তিযোদ্ধাদের দোকান ভাড়া বাবদ অগ্রিম টাকা গ্রহণ করে ইউছুপ চৌধুরী। উল্লেখিত টাকার কাগজপত্রাদি ও কোন সন্ধান মিলছে না। ব্যাংক থেকে মুক্তিযোদ্ধাদের ঋণ গ্রহণের সময় প্রত্যেকের কাজ থেকে ১০-১৫ হাজার টাকা উৎকোচ আদায় করেন তিনি। এছাড়া অনেককে মুক্তিযোদ্ধা তালিকায় অর্ন্তভূক্তির কথা বলে এক শ্রেণির মুক্তিযোদ্ধাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন তিনি। শুধু তাই নয়, দূর্গাপুর সিংহনগর গ্রামের মো. ইছমাইল পাটোয়ারীকে ভাতা চালু, মন্ত্রণালয়ের সাময়িক সনদ দেয়ার কথা বলে ৬০ হাজার টাকা উৎকোচ নেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সনদ নং-২১১০১ ব্যবহার করে মৃত আবদুর রাজ্জাক চৌধুরীর ছেলে জালাল মিয়ার সার্টিফিকেটে মো. ইসমাইল পাটোয়ারিকে প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরিত সার্টিফিকেট প্রদান করে। এ নিয়ে যুদ্ধকালীন সময়ে ক্ষতিগ্রস্থ মুক্তিযোদ্ধারা বার বার আপত্তি করে তদন্তের দাবি করে আসছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জালিয়াতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ