Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেধাবী শিক্ষার্থীদের সম্মাননাপত্র প্রদান

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

শাহ্রাস্তি (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : শাহরাস্তি উপজেলায় ৫১৩ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেরিত সম্মাননাপত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল প্রতিষ্ঠানপ্রধানদের উপস্থিতিতে মেধাবী শিক্ষার্থীদের এ সম্মাননা সনদ বিতরণ করা হয়। শাহ্রাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ উপজেলার ৫৭টি মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় মানোন্নয়ন, বিকশিত ও উৎসাহ প্রদানের লক্ষ্যে এ সনদ প্রদান করেন। ওই দিন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৮ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ক্লাস রোল ১, ২, ৩ শ্রেণি ক্যাটাগরিতে ৫১৩ জন শিক্ষার্থীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার লিখিত মেধাবী শিক্ষার্থী হিসেবে স্বীকৃত সম্মাননাপত্র বিতরণ করা হয়। সম্মাননাপত্র প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফের সভাপতিত্বে ও খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: মোশারফ হোসেনের সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান মিন্টু, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দুলাল চন্দ্র ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা মো: সোফায়েল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আহসান উল্যাহ চৌধুরী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মো: আদেল, মেহের ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো: ফখরুল ইসলাম, সূচীপাড়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো: হুমায়ুন কবির প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ