Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দুই স্থানে ২ লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক : দেশের দুই স্থানে ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
নাটোর জেলা সংবাদদাতা জানান, বড়াইগ্রামের মহিষভাঙ্গা গ্রামে ফাতেমা ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ফাতেমা ইসলাম মহিষভাঙ্গা গ্রামের নূর ইসলামের স্ত্রী। জানা যায়, মহিষভাঙ্গা গ্রামের নূর ইসলামের বাড়ির সবাই রোববার রাতে টেলিভিশন দেখছিল। এ সময় সবার অগোচরে ফাতেমা বাড়ির পেছনের একটি গোডাউন ঘরে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। গতকাল সোমবার সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকা ফাতেমার লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরিবারের দাবি শারিরিক নানা অসুস্থ্যতার কারণে তিনি আত্মহত্যা করেছেন। তবে বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার আলম জানান, ঘটনাটি সন্দেহজনক হওয়ায় ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। নিশ্চিত হয়ে পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, মঠবাড়িয়া থানা পুলিশ গতকাল সোমবার দুপুরে উপজেলার ৫নং মঠবাড়িয়া সদর ইউনিয়নের উত্তর মিঠাখালী গ্রামের খোলা মাঠের পুকুর থেকে সাবেক সেনা সদস্য ও ক্ষুদ্র কাঁচা সবজি বিক্রেতা সোবাহান হাওলাদার (৪৮) এর লাশ উদ্ধার করেছে। নিহত সোবাহান হাওলাদার উত্তর মিঠাখালী গ্রামের মৃত করিম হাওলাদারের ছেলে। খবর পেয়ে মঠবাড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী শাহ নেওয়াজ ও মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মঠবাড়িয়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ছগির আকন জানান, সোমবার সকালে এলাকাবাসী উত্তর মিঠাখালী এলাকার খোলা মাঠের মধ্যে পুকুরে হাত-পা বাঁধা লাশ দেখে থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম জানান, হাত-পা বাঁধা লাশটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রæতার জের ধরে তাকে খুন করে মাঠের মধ্যে ফেলে রাখা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ