Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : দৌলতপুরে ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে স্কুল শিক্ষককে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা গেছে, বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহের উল্লা গত কয়েক বছর ধরে স্কুলের ছাত্রদের বিভিন্নভাবে যৌন হয়রানি করতো। ঘটনাটি জানাজানি হলে গতকাল সোমবার সকাল ৭টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী শিক্ষক মেহের উল্লাকে বেধরড়ক মারপিট করে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করলেও পুলিশ আসার খবর পেয়ে ওই শিক্ষক কৌশলে পালিয়ে যায়। তবে শিক্ষক মেহের উল্লা জানায়, ঘটনাটি ষড়যন্ত্রমূলক। কিছু ব্যাক্তি পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর জন্য এ ধরনের মিথ্যা কাহিনী তৈরি করেছে। বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী জানান, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। দৌলতপুর থানার ওসি (তদন্ত) আজগর আলী জানান, অভিযুক্ত শিক্ষক মেহের উল্লার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। অভিযোগ প্রমাণিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ