রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সেনবাগ (নোযাখালী) উপজেলা সংবাদদাতা : নোয়াখালীর সেনবাগ উপজেলার মানিকপুর ও নিজসেনবাগ গ্রামের সেফটি ট্যাঙ্ক ও পুকুরের পানিতে ডুবে তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো- দক্ষিণ মানিকপুর গ্রামের মোস্তফা ড্রাইভারের বাড়ির বেলাল হোসেনের মেয়ে ফারিয়া আক্তার (৫), তার চাচাতো ভাই মোঃ নাছেরের ছেলে আবদুর রহমান (৬) এবং একই ইউপির গোরকাটা গ্রামের আবদুল খালেকের মেয়ে মুনতাহা তাবাচ্ছুম অপু। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা ৫নং অর্জুনতলা ইউনিয়নের দক্ষিণ মানিকপুর গ্রামের মোস্তফা ড্রাইভারের দুই নাতি-নাতনী বাড়ির পাশর্^বর্তী মাঠে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় নিখোঁজ থাকায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশর্^বর্তী টয়লেটের ডাকনা বিহীন সেফটি ট্যাঙ্কে তাদের চাচাতো-জেঠাতো ভাই-বোনের লাশ পাওয়া যায়। অপরদিকে গত রোবাবার দুপুরে নানার বাড়ীতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মুনতাহা তাবাচ্ছুম অপু (২) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। রোববার সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের নীজসেনবাগ ব্যাপারি বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত অপু উপজেলার ৫নং অর্জনতলা ইউপির গোরকাটা গ্রামের আবদুল খালেকের মেয়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।