Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে দীপশিখা অর্নিবাণ চক্ষু ক্লিনিকের ভুয়া চিকিৎসকের জেল জরিমানা

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ৫:৫৯ পিএম

ঝিনাইদহে মাজহারুল ইসলাম নামের এক ভূয়া চক্ষু চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম এ দন্ডাদেশ দেন। আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন জানতে পারে শহরের গোরস্থানের সামনের দীপশিখা অর্নিবাণ চক্ষু ক্লিনিকে এক ভুয়া চিকিৎসক দীর্ঘদিন ধরে রোগিদের সাথে প্রতরণা করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে সেমবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে রোগিদের সাথে প্রতারণার অপরাধে দি মেডিকেল এ্যান্ড কাউন্সিল এ্যাক্ট ২০১০ অনুয়ায়ী তাকে ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ ও ডাঃ আরিফ আহম্মেদ উপস্থিত ছিলেন।

 

 

 



 

Show all comments
  • Asadullah ৩ এপ্রিল, ২০১৭, ৯:৩৭ পিএম says : 0
    কাজটি ভাল হয়েছে | তবে সাজা কম হয়েছে ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ