বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
“নৌকায় ভোট দেয় হাওরবাসী, ধান দেয় হাওরবাসী, সুস্বাদু মাছ দেয় হাওরবাসী, অথচ বছরের পর বছর, অকাল বন্যায় জলে ভাসি আমরা” এই স্লোগানে নেত্রকোনা জেলার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী উপজেলা হাওরবাসীর উদ্যোগে সোমবার বিকাল সাড়ে তিনটা থেকে চারটা পর্যন্ত পৌরসভার সামনের সড়কে হাওরাঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নিরাপত্তায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হাওর উপজেলা হিসাবে খ্যাত তিন উপজেলার ছাত্র শিক্ষক অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন। হাওরাঞ্চলে আগাম বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সময়মত সঠিক ভাবে নির্মাণ, ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত করার দাবী জানিয়ে বক্তব্য রাখেন অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, রেড ক্রিসেন্টের সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, কাজী শফিউল আলম চৌধুরী জুয়েল, সঞ্জয় সরকার, আহসান উল্লাহ শামীম, রবিউল আওয়াল শাওন, মার্শেদুল মান্নান ত্রিশা, লিংকন তালুকদার, আশিকুর রহমান মাসুদ, নিহাদ ইবনে হেকিম, আরিফ আহমেদ জুবায়ের, নিপুণ সরকার বাপ্পা, আশা আক্তার ও মিলি চৌধুরী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।