Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসিরপুরে নিহত জঙ্গিদের লাশ নিতে মৌলভীবাজারে স্বজনরা

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ২:০০ পিএম

মৌলভীবাজার নাসিরপুরে আস্তানায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত জঙ্গিদের লাশ নিতে এসেছেন তাদের স্বজনরা। আজ সোমবার বেলা ১২টার দিকে নাসিরপুরের বাগানবাড়িতে সপরিবারে নিহত লোকমান আলীর শ্বশুর আবু বকরসহ তিনজনকে আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়িতে করে আসতে দেখা যায়।

গত ৩০ মার্চ নাসিরপুরের জঙ্গি আস্তানা নিহত হন লোকমান আলী (৪৫) ও তার স্ত্রী শিরিনা আক্তার (৩৫), সন্তান আমেনা খাতুন (১২), সুমাইয়া আক্তার (৯), ফাতেমা (৫), মরিয়ম (৩) ও খাদিজা (৬ মাস)।

এদের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাটে। ঘোড়াঘাট থেকেই তাদের লাশ নিতে এসেছেন লোকমানের শ্বশুর অর্থাৎ শিরিনা আক্তারের বাবা আবু বক্কর সিদ্দিক, বোনজামাই সানোয়ার হোসেন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোফাজ্জল হোসেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অকিল উদ্দিন বিষয়টি জানিয়েছেন। গতকাল রোববার রাতে আবু বকর ও লোকমানের বাবা নুরুল ইসলাম জানিয়েছিলেন, তারা নিহতদের লাশ নেবেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ