Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল সচল

হবিগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১:৩৭ পিএম

সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল সচল হয়েছে। আজ সোমবার দুপুর ১টায় ব্রিজ মেরামতের কাজ শেষে সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু করার ঘোষণা দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

শায়েস্তাগঞ্জ রেল জংশন মাস্টার মো. সাইফুল ইসলাম জানান, ধসে যাওয়া মাধবপুরের এ ব্রিজটি লোহার পাত দিয়ে অস্থায়ীভাবে মেরামত করে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১টা থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল চলাচল সচল করা হয়।

তিনি আরো জানান, এ রুটে দুপুর ২টা ৫০ মিনিটে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাবে। তারপর ঢাকা থেকে জয়ন্তিকা ও চট্টগ্রাম থেকে পাহাড়িকা এক্সপ্রেস সিলেটের উদ্দেশে ছেড়ে আসবে।

এর আগে ঢাকা ও চট্টগ্রাম থেকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশন এবং সিলেট থেকে হবিগঞ্জের নোয়াপাড়া স্টেশন পর্যন্ত বিকল্প রুটে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছিল।

গত ২৯ মার্চ রাতে প্রচণ্ড বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও অবৈধ বালু উত্তোলনের কারণে মাধবপুর উপজেলার ইটাখলার কাছে রেলসেতুটির নিচের মাটি সরে গিয়ে একটি পিলার ধসে যায়। পরে মেরামত করার সময় সেতুর আরেকটি পিলার ধসে যায়। এ কারণে ৩০ মার্চ সকাল থেকে চারদিন সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ