Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্দ্বীপে লাল বোট ডুবে নিহত ৪

সন্দ্বীপ (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১১:১৬ এএম

সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে সী-ট্রাক ‘এসটি সালাম’ থেকে নামার সময় উল্টে যাওয়া লাল বোটের চার যাত্রীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। তারা চারজনই পুরুষ। জীবিত উদ্ধার করা হয়েছে ২৫ জনকে। কোস্টগার্ডের উদ্ধারকারী দলের কর্মকর্তা মো. আমিনুল হক জানিয়েছেন, রোববার দিনগত রাতে তিনটি এবং সোমবার সকালে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ২৫ জনকে। সাগরে প্রচণ্ড বাতাস ও স্রোতের গতিবেগ অত্যধিক হওয়ায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম জানান, রোববার রাতে উদ্ধার হওয়া তিনটি মরদেহ শচীন্দ্র জলদাস (৫৫), বড়দা জলদাস (৬০) ও সালাউদ্দিনের (৩০)। সোমবার সকালে আরেকজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ