পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
চট্টগ্রাম ব্যুরো : নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮০ গ্রাহকের অবৈধ ৮৯০টি সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। গত ২৯ মার্চ পর্যন্ত টানা ২৭ দিনের অভিযানে অবৈধ গ্রাহকদের বিরুদ্ধে মামলাও হয়েছে।
নগরীর চান্দগাঁও, বায়েজিদ, মেহেদীবাগ, আগ্রাবাদ, জয়নগর, মুরাদপুর, চকবাজার, মির্জারপুল, দামপাড়া, খুলশী, নাছিরাবাদ, শুলকবহর, বাদুরতলা, কাপাগোলা, দক্ষিণ হালিশহরসহ বিভিন্ন এলাকায় কর্ণফুলী গ্যাসের ভিজিল্যান্স টীম এবং জোনভিত্তিক গঠিত সংযোগ বিচ্ছিন্ন টিম নিয়মিত এ অভিযান পরিচালনা করে। বাসাবাড়িতে অননুমোদিত সরঞ্জামে এবং অননুমোদিতভাবে রাইজার স্থানান্তর করে অবৈধভাবে গ্যাস ব্যবহার ও বকেয়া গ্যাস বিলের কারণে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট গ্রাহকদের বিরুদ্ধে সরকারি পাওনা অর্থ আদায়সহ গ্যাস আইন ২০১০-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।