Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্ণফুলী গ্যাসের অভিযান ৮৯০টি সংযোগ বিচ্ছিন্ন

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮০ গ্রাহকের অবৈধ ৮৯০টি সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। গত ২৯ মার্চ পর্যন্ত টানা ২৭ দিনের অভিযানে অবৈধ গ্রাহকদের বিরুদ্ধে মামলাও হয়েছে।
নগরীর চান্দগাঁও, বায়েজিদ, মেহেদীবাগ, আগ্রাবাদ, জয়নগর, মুরাদপুর, চকবাজার, মির্জারপুল, দামপাড়া, খুলশী, নাছিরাবাদ, শুলকবহর, বাদুরতলা, কাপাগোলা, দক্ষিণ হালিশহরসহ বিভিন্ন এলাকায় কর্ণফুলী গ্যাসের ভিজিল্যান্স টীম এবং জোনভিত্তিক গঠিত সংযোগ বিচ্ছিন্ন টিম নিয়মিত এ অভিযান পরিচালনা করে। বাসাবাড়িতে অননুমোদিত সরঞ্জামে এবং অননুমোদিতভাবে রাইজার স্থানান্তর করে অবৈধভাবে গ্যাস ব্যবহার ও বকেয়া গ্যাস বিলের কারণে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট গ্রাহকদের বিরুদ্ধে সরকারি পাওনা অর্থ আদায়সহ গ্যাস আইন ২০১০-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্ণফুলী

৮ জানুয়ারি, ২০২৩
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৫ সেপ্টেম্বর, ২০২২
২৪ আগস্ট, ২০২২
২২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ