Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মেঘনায় ট্রলারডুবির ঘটনায় আরো ৫ জনের লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় গতকাল রোববার আরো ৫ জনের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে রোববার দিনের বিভিন্ন সময়ে লাশগুলো উদ্ধার করা হয়। এ নিয়ে গত ৪ দিনে ট্রলারডুবির ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ১৬ জনে। এখনো নিখোঁজ রয়েছে আরো দুইজন। গতকাল রোববার উদ্ধার হওয়া নিহতদের সবাই পুরুষ। উদ্ধার হওয়া নিহতরা হলোÑ বাবুল (৪৫), মো: জামান হাওলাদার (২২), ইসমাঈল হোসেন (২৩), ফারুক (৪০) এবং দেবদাস। পুলিশ জানায়, নিহত বাবুল কুমিল্লা জেলার ব্রহ্মণপাড়া থানার জিরোইন এলাকার মৃত সবদর আলীর ছেলে ও ইসমাঈল হোসেন কুমিল্লা জেলার মেঘনা থানার আব্দুর রহমানের ছেলে। এছাড়া নিহত জামান হাওলাদার ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার জাঙ্গালিয়া এলাকার মোখঔেয় হাওলাদারের ছেলে। নিহত অপর ২ জনের মধ্যে ফারুক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঝংবাড়িরচর এলাকার সিরাজ মিয়ার ছেলে এবং দেবদাস রাজধানীর মেরুল বাড্ডা থানার নীমতলি মন্দির এলাকার সুদাসুদেব দাসের ছেলে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজধানীর রামপুরা থেকে ৯০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার চাঁদপুরের মতলব উপজেলার বেলতলীর সোলেমান শাহ ওরফে লেংটার মেলায় যাওয়ার সময় সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীর মোহনায় প্রচÐ ঢেউয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই ট্রলারটি ডুবে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ