বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় আজ রোববার আরো ৫ জনের লাশ উদ্ধার করেছে বিআইডব্লিউটিএ'র ডুবুরিরা।
এ নিয়ে গত ৪ দিনে মোট ১৬ জনের লাশ উদ্ধার হলো। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান বলেছেন, ‘ফায়ার সার্ভিস ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর ডুবুরিরা রবিবার দুপুরে নদীতে লাশগুলো ভাসতে দেখে।’
রবিবার উদ্ধার করা লাশগুলো হলো-বাবুল হোসেন (৪৫), কামাল হাওলাদার (২২), ইসমাইল হোসেন (২৩), ফারুক মিয়া (৪০) ও দেবদাসের (৩০)। তাদের সকলের বাড়ি রাজধানী ঢাকার রামপুরা এলাকায়।
গত বৃহস্পতিবার বিকেলে ৩০-৪০ জন যাত্রী নিয়ে রাজধানী রামপুরা থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলার মতলবের বেলতলি সোলেমান শাহ ওরফে লেংটার মেলায় যাচ্ছিল। বিকেল ৪টার দিকে সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকাতে মেঘনার ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। ওই দিন ৪ জন, শুক্রবার ৬ জন, শনিবার একজন ও রবিবার ৫ জনের লাশ উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।