বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট অফিস : সিলেট মহানগরীর শাহী ঈদগাহ এলাকায় একটি দোকানের সামনে বোমা সদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ।
স্কচটেপ মোড়ানো ওই বস্তুটিকে ঘিরে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশ বোমা সদৃশ বস্তুর আশপাশ এলাকা ক্রাইম সিন হিসেবে ঘিরে রেখেছে।
সিলেট মহানগরীর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি এনামূল হক জানান, শাহী ঈদগাহে ‘এনাম এন্টারপ্রাইজ’ নামে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে শাটারের সামনে কালো কসটেপে মোড়ানো বোমা সদৃশ একটি বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেন দেন।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, বোমা সদৃশ বস্তুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শাহী ঈদগাহ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড থেকে হাজারীবাগ গলির মুখ পর্যন্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। বস্তুটির আশপাশ এলাকা ক্রাইম সিন হিসেবে ঘিরে রাখা হয়েছে। কসটেপে মোড়ানো বস্তুটি বোমা কি-না তা যাচাইয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।