Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরম পূরণে অতিরিক্ত ও মওকুফ বেতন আদায়ের অভিযোগ

| প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : আমতলী বকুলনেছা মহিলা কলেজে ২৬৩ জন এইচএসসি ও ৩২ জন এইচএসসি (বিএম) পরীক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণে ৩-৪ হাজার টাকা, প্রবেশপত্রের জন্য ১ হাজার টাকা এবং মওকুফ বেতন আদায় করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আমতলী উপজেলার কুলনেছা মহিলা কলেজে শুরু থেকেই প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও শিক্ষকদের নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম চলে আসছিল। অধ্যক্ষের বিরুদ্ধে মামলা-পাল্টামামলা চলছে। তিনি চলে যেতে বাধ্য হন। তারপর পরপর ২ জন সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তারাও বরখাস্ত হন। এসব কোন্দলের পেছনে শিক্ষকদের মধ্য থেকে একটি কুচক্রী দল সক্রিয়ভাবে কাজ করে চলছে। তাদের হাতের পুতুল হিসেবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন মো: মজিবর রহমান। প্রতি বছরই ছাত্রীদের কাছ থেকে মাসিক বেতন আদায়, ফরম ফিলাপে অতিরিক্ত টাকা আদায়, প্রবেশপত্র বাবদ আলাদা অবৈধভাবে টাকা আদায় করার অভিযোগ ছিল। সম্প্রতি সরকারিভাবে মাসিক বেতন মওকুফ থাকলেও তা আদায় করা হচ্ছে। ফরম ফিলাপ বাবদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক ৭০৩৮ কর্তৃক (০১) মানবিক/গার্হস্থ্য বিজ্ঞান/ইসলাম শিক্ষা শাখা : ব্যবহারিক পরীক্ষা, কেন্দ্র ফি, প্রবেশপত্রসহ নিয়মিত ১৯৯০ টাকা (০২) বিজ্ঞান/কৃষি শিক্ষা শাখা : ব্যবহারিক পরীক্ষা, কেন্দ্র ফি, প্রবেশপত্রসহ নিয়মিত ২২৭০ টাকা, (০৩) ব্যবসায় শিক্ষা শাখা : ব্যবহারিক পরীক্ষা, কেন্দ্র ফি, প্রবেশপত্রসহ নিয়মিত ১৮৫০ টাকা নির্ধারিত থাকলেও সেখানে ফরম পূরণে ৩-৪ হাজার টাকা আদায় করা হয়েছে। কেন্দ্র ফি ও প্রবেশপত্রের জন্য আলাদা নেয়ার বিধান না থাকলেও অবৈধভাবে ২৯৫ জন পরীক্ষার্থীর কাছ থেকে ১ হাজার টাকা করে আদায় করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উল্লেখ্য, ইউনুচ আলী খান ডিগ্রি কলেজেও অনুরূপ অভিযোগ উঠলে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে তা রহিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ