Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বারান্দাসহ যত্রতত্র বসেই পালন করতে হয় পেশাগত দায়িত্ব

ঝিনাইদহ আদালতাঙ্গন

| প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ জেলার অধিকাংশ আইনজীবী ও সংশ্লিষ্টদের আদালত আঙ্গিনায় চেম্বারের ব্যবস্থা না থাকায় পেশাগত কাজে তীব্র অসুবিধার সম্মুখীন হতে হচ্ছেন। ঝিনাইদহ জেলা জজের গাড়ি বারান্দাসহ যত্রতত্র বসে তাদের আইন ব্যবসা পরিচালনা করতে হচ্ছে। ফলে দূরদূরান্ত থেকে আইন সেবা নিতে আসা জনসাধারণেরও ভোগান্তির শিকার হতে হচ্ছেন। ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি খান আখতারুজ্জামান জানান, সমিতির চারশ’ সদস্য, তাদের জুনিয়র ও মহরার মিলিয়ে প্রায় এক হাজর স্থানীয় বিভিন্ন আদালতে কর্মরত রয়েছেন। আদালত চত্বরে সমিতির একটি ভবন আছে। ভবনটিতে অফিস, লাইব্রেরি, সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষ রয়েছে। এছাড়া উক্ত ভবনে ২০/২৫ জন আইনজীবীর বসার ব্যবস্থা রয়েছে। ইতোপূর্বে জেলা প্রশাসক ও জেলা জজের গাড়ি বারান্দায় বসে আইনজীবী ও মহরারগণ কাজ করতেন। উক্ত যায়গা খালি করে দেয়ার জন্য জেলা জজ ও জেলা প্রশাসক বারংবার তাগাদা দিয়ে আসছেন। আইনজীবী সমিতির সীমিত তহবিল থেকে সম্প্রতি টিনশেড করা হয়েছে। সেখানে জেলা প্রশাসন ভবনের গাড়ি বারান্দায় অবস্থানরত একশ’ জন আইনজীবীর অস্থায়ী চেম্বাররের ব্যবস্থা করা হয়েছে। এখনো জেলা জজ আদালত ভবনের বারান্দাসহ যত্রতত্র বসে অইনজীবী ও সংশ্লিষ্টদের কাজ করতে হচ্ছে। সমিতির সাধারণ সম্পাদক আবু তালেব জানান, আদালত ভবন শহর থেকে বাইরে হওয়ায় সমস্যা তীব্র হয়েছে। আদালতের কাছাকাছি ব্যক্তি মালিকানায় তেমন কোনো ভবন গড়ে ওঠেনি। একারণে আইনজীবীগণ ঘর ভাড়া নিয়ে চেম্বার করতে পারছেন না। এর ফলে আদালত আঙ্গিনায় আইনজীবী, মহরার, মোয়াক্কেলসহ সংশ্লিষ্টদের কাজ করতে তীব্র অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সমিতির নিজস্ব আর্থিক সঙ্গতি না থাকায় আইজীবীদের চেম্বার সংকট সমাধান করা সম্ভব হচ্ছে না। আইজীবী সমিতি ভবন সম্প্রসারণ করে দীর্ঘদিনের এই সমস্যা সমাধান করার জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দাবি করেছেন আইজীবীগণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ