রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা : প্রেমিকের সাথে কথা কাটাকাটির জের ধরে গলায় ফাঁসি দিয়ে সুফিয়া আক্তার (২০) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। গতকাল শনিবার সকালের দিকে মাটিরাঙ্গার ওয়াছু বাজার চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া আকতার ওয়াছু বাজার চৌধুরীপাড়া গ্রামের মো: আবদুর রহিমের মেয়ে। সে দুই বছর আগে মাটিরাঙ্গা কলেজ থেকে এইচএসসি পাশ করে। জানা যায়, গতকাল শনিবার সকাল ১০টার দিকে দুজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে নিজেদের বাড়ির পেছনের একটি জঙ্গলে গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁসি দেয় কিশোরী সুফিয়া আক্তার। তাকে অনেক খোঁজাখুজির পর পাওয়া না গেলে এক পর্যায়ে পরিবারের লোকজন বাড়ির পেছনের জঙ্গলে গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো: সাহাদাত হোসেন টিটো জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার ঘটনাটি প্রেম ঘটিত নাকি অন্যকিছু পুলিশ তা খতিয়ে দেখছে। তবে পুলিশ ইতিমধ্যে নিহত সুফিয়ার ব্যাবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।