Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হ্যান্ডকাফসহ ৫ আসামি ছিনতাই

| প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের তারাকান্দায় শুক্রবার রাতে পুলিশের উপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ ৫ আসামি ছিনতাই ও ৫ পুলিশ আহত হওয়ার ঘটনা ঘটেছে। জানা যায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজার সংলগ্ন সাধুপাড়া গ্রামের লাবু মিয়ার বাড়িতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৫ জুয়াড়ী আটক করেন। আটককৃতরা হলো- কোদালিয়া গ্রামের শাহেদ আলীর পুত্র সালেক, বদর আলীর পুত্র খাইরুল, সাধুপাড়া গ্রামের লাল মিয়ার পুত্র মাসুদ, নূর ইসলামের পুত্র হারুন ও চান্দপুর গ্রামের আঃ জব্বারের পুত্র নুরুদ্দিন। আটককৃতদের হ্যান্ডকাপ পরিয়ে থানায় আনার পথে স্থানীয় যুবলীগ নেতা নামধারী আলমগীরের নেতৃত্বে ৬০/৭০ জন লোক পুলিশের উপর হামলা চালিয়ে গ্রেফতারকৃত জুয়াড়ীদের হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়। এ সময় জুয়াড়ী দলের লোকজনের হামলায় এসআই আবুল কাশেম, এএসআই নজরুল ইসলাম, এএসআই মাহমুদুল হাসান, এএসআই রুবেল ও কনেষ্টবল ফিরোজ কবির আহত হন। গুরুতর আহত কনেষ্টবল ফিরোজ কবিরকে ফুলপুর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নেন। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মজনু (৩৫), আব্দুল হেলিম (৩০) ও আজিজুল (২৫) নামে ৩ জনকে গ্রেফতার করেছেন। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ