রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের তারাকান্দায় শুক্রবার রাতে পুলিশের উপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ ৫ আসামি ছিনতাই ও ৫ পুলিশ আহত হওয়ার ঘটনা ঘটেছে। জানা যায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজার সংলগ্ন সাধুপাড়া গ্রামের লাবু মিয়ার বাড়িতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৫ জুয়াড়ী আটক করেন। আটককৃতরা হলো- কোদালিয়া গ্রামের শাহেদ আলীর পুত্র সালেক, বদর আলীর পুত্র খাইরুল, সাধুপাড়া গ্রামের লাল মিয়ার পুত্র মাসুদ, নূর ইসলামের পুত্র হারুন ও চান্দপুর গ্রামের আঃ জব্বারের পুত্র নুরুদ্দিন। আটককৃতদের হ্যান্ডকাপ পরিয়ে থানায় আনার পথে স্থানীয় যুবলীগ নেতা নামধারী আলমগীরের নেতৃত্বে ৬০/৭০ জন লোক পুলিশের উপর হামলা চালিয়ে গ্রেফতারকৃত জুয়াড়ীদের হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়। এ সময় জুয়াড়ী দলের লোকজনের হামলায় এসআই আবুল কাশেম, এএসআই নজরুল ইসলাম, এএসআই মাহমুদুল হাসান, এএসআই রুবেল ও কনেষ্টবল ফিরোজ কবির আহত হন। গুরুতর আহত কনেষ্টবল ফিরোজ কবিরকে ফুলপুর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নেন। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মজনু (৩৫), আব্দুল হেলিম (৩০) ও আজিজুল (২৫) নামে ৩ জনকে গ্রেফতার করেছেন। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।