Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গর্তে ভরা এলোমেলো সড়কে সীমাহীন দুর্ভোগ, দৃষ্টি নেই কারো

প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ৯:৪৮ পিএম, ১ এপ্রিল, ২০১৭

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি-সোনাপুর সড়কের বেহাল দশা। প্রায় তিন কিলোমিটার সড়কটির অধিকাংশ এলাকায় কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির এমন দশা থাকলেও এটি যেন দেখার কেউ নেই। সরেজমিন গিয়ে দেখা গেছে, জগন্নাথদীঘি-সোনাপুর সড়কটি দিয়ে প্রতিদিন আতাকরা, খাজুড়িয়া, সোনাপুর ও নোয়াগ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের লোকজন চলাচল করে। যততত্র মাটিভর্তি ট্রাক্টর চলাচল করার কারণে সড়কটি বেশিরভাগ অংশের কার্পেটিং উঠে গেছে। বিশেষ করে সড়কের নারানকরা মাদরাসা এলাকায় বৃষ্টির সময় পানি জমে ও কাদার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ মানুষকে বেশি দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া ফসলি জমি থেকে মাটি ভর্তি করে ব্রিকস্ ফিল্ডে নিয়ে যাওয়ার কারণে কয়েকস্থানে সড়কের একপাশ ভেঙে যায়। শিগগিরই সড়কটি সংস্কারের জন্য রেলমন্ত্রী মুজিবুল হকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ