Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

সোনামসজিদ থেকে ভারতীয় ও বাংলাদেশি জাল টাকাসহ আটক ২

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৭, ২:৫১ পিএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকা থেকে ভারতীয় ও বাংলাদেশি জাল টাকাসহ দুইজনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে জাল টাকা ছাপার মেশিনসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃতরা হল- সোনামসজিদ বালিয়াদিঘি গ্রামের আবদুস সাত্তারের ছেলে আবুল কালাম ও দূলর্ভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে সাদেকুল। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মুনসী আবু কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপ-পরিদর্শক আবদুস সালামের নেতৃত্বে একদল পুলিশ সোনামসজিদ স্থলবন্দরের ৩নং গেট এলাকার নিকটে বালিয়াদিঘি গ্রামের শরিফুলের বসতবাড়িতে অভিযান চালায়। এসময় সেখান থেকে ভারতীয় এক হাজার টাকার নোট ৪৯টি, ৫শ’ টাকার নোট ৩টি ও বাংলাদেশি ২০ টাকার নোট ৯০টি সর্বমোট ৫২ হাজার ৩শ’ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল কালাম ও সাদেকুলকে আটক করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ