Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারের বড়হাটে আবার শুরু অভিযান

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৭, ১১:৩৫ এএম

মৌলভীবাজার জেলা সংবাদদাতা : মৌলভীবাজার শহরের বড়হাটে সন্দেহভাজন উগ্রবাদী আস্তানায় আজ শনিবার সকালে আবার ‘অপারেশন ম্যাক্সিমাস’ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আলোক স্বল্পতার কারণে শুক্রবার সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়। অভিযান শুরুর আগে সবাইকে সতর্ক করে দেয়া হয়।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল জানান, সাড়ে নয়টার দিকে বাড়িটি ঘিরে অভিযান শুরু করেছে সোয়াট। সঙ্গে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট।
শনিবার সকালে অভিযান শুরুর আগে মো. শাহজালাল সংবাদমাধ্যমকে বলেন, “সাংবাদিকসহ সবাইকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।”
মহাসড়কের আধা কিলোমিটারের মধ্যে বড়হাট আবুশাহ দাখিল মাদ্রাসা গলির ওই ডুপ্লেক্স বাড়ি ঘিরে সকাল সোয়া ৯টার দিকে সোয়াট, পুলিশ, র‌্যাবকে প্রস্তুত থাকতে দেখা যায়। দমকল বাহিনীর পাশাপাশি অ্যাম্বুলেন্সও রাখা হয়েছে সেখানে।
সিলেট-মৌলভীবাজার সড়কে সাংবাদিকদের থাকার নির্ধারিত স্থানে পুলিশ দেয়া হয়েছে।
শহর ঘুরে দেখা গেছে, কুসুমবাগ, উপজেলা, আদালত, মহাসড়কসহ বিভিন্ন পয়েন্টে শনিবার সকাল থেকে তল্লাশি চালানো হচ্ছে।
শুক্রবার রাত ৮টার পর থেকে আর কোনো গোলাগুলি বা বিস্ফোরণের শব্দ শোনা যায়নি আস্তানা থেকে।



 

Show all comments
  • Nur- Muhammad ১ এপ্রিল, ২০১৭, ১২:৫৯ পিএম says : 0
    রক্তপাত কম হয়ে এই অভিযান শেষ হউক। আমি আগে ও বলছি, জঙ্গিরা আমাদের দেশের ছেলে সন্তান। তাই তাদের সুপথে আনার দায়িত্ব আমাদের সবার। মা বাবা অভিবাবকগন সন্তানের খোঁজ খবর রাখুন। নিজে বাঁচুন। পরিবার, দেশ ও জাতীকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করুন। ধর্মীয় প্রতিষ্ঠান প্রধান ও মসজিদের ইমাম গন এই ব্যাপারে ভূমিকা রাখার জন্য বিনীত আনুরোধ করছি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ