বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নলছিটি (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : মধ্য রাতে এক নারীকে মারধর করে বাড়ি থেকে তাঁর নিরাপরাধ ছেলেকে আটক করায় ঝালকাঠির নলছিটি থানার তিন পুলিশ কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে টানা সাড়ে তিন ঘন্টা থানা ঘেরাও করে রাখেন উপজেলার কুলকাঠি ইউনিয়নের পাঁচশতাধিক নারী-পুরুষ।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার দুপুরে তৌকাঠি গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে জসিম মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। তাকে থানায় নিয়ে আসার পথে হ্যান্ডকাপসহ সে পালিয়ে যায়। এ ঘটনার জের ধরে নলছিটি থানার চারজন এসআই ও দুইজন এএসআইর নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার দিবাগত রাতে (সাড়ে ১২ টায়) তৌকাঠি গ্রামের সজিব হাওলাদারের বাড়িতে জসিম আশ্রয় নিতে পারে সন্দেহে অভিযান চালায়। জসিমকে ওই বাড়িতে না পেয়ে সজিবের ছোট ভাই রাজিবের হাতে গাঁজা ধরিয়ে দিয়ে তাকে আটক করে পুলিশ। বিনা কারণে ছেলে আটকের প্রতিবাদ করায় সজিবের মা সেলিনা বেগমকে (৫৫) মারধর করে পুলিশ। বৃদ্ধ এ নারীকে পিটিয়ে ও লাথি মেরে আহত করে তাঁর ছেলে রাজিবকে আটক করে থানায় নিয়ে আসার খবর শুক্রবার সকালে জানাজানি হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কুলকাঠি ইউনিয়নের পাঁচ শতাধিক নারী পুরুষ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে নলছিটি আসেন। এবং শহরের মুল মূল সড়ক প্রদক্ষিণ করেন। খবর পেয়ে পুলিশ রাজিবকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু তারা রাজি হয়নি। পরে বিক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের অপসারণের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করে। এবং থানার সম্মুখের রাস্তায় অবস্থান নেয়। খবর পেয়ে দুপুর ১২টার দিকে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রকিব নলছিটি থানায় আসেন। অতিরিক্ত পুলিশ সুপার আটক রাজিব ও বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজনের বক্তব্য শোনেন। পরে তিনি ঘটনার সাথে জড়িতদের বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা কিছুটা শান্ত হয়। তবে মধ্য রাতে ঘরের ভেতরে প্রবেশ করে বৃদ্ধ নারীকে মারধরকারী নলছিটি থানার এসআই এসআই জসিম, জাকির ও এসআই ফিরোজের অপসারণ না হওয়া পর্যন্ত থানার সম্মুখে অবস্থানের ঘোষণা দেন বিক্ষোভকারিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।