Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে পুলিশের কথিত সোর্সের গলাকাটা লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

যশোর ব্যুরো : যশোরে পুলিশের কথিত সোর্সের গলাকাটা বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে কোতয়ালি মডেল থানার পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে যশোরের ঝুমঝুমপুর চাঁন্দের মোড় এলাকায় ভৈরব নদীর মধ্যে থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত কথিত সোর্স আব্দুর রহমান রুমান (২১) যশোর সদর উপজেলার সীতারামপুর দক্ষিণপাড়া এলাকার আশরাফ আলী ফকিরের ছেলে। এলাকাবাসী জানায়, নিহত আব্দুর রহমান রুমানের শ্বশুর বাড়ি ঝুমঝুমপুর চাঁন্দের মোড় এলাকায়। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে রুমানের সঙ্গে তার স্ত্রীর সর্বশেষ কথা হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। রাত থেকেই আত্মীয়-স্বজনরা তাকে খুঁজছিল।
শুক্রবার সকালে চান্দের মোড় এলাকায় নদীরপাড়ে রক্ত দেখে স্থানীয়রা অনুসন্ধান করে নদীতে একটি বস্তা দেখতে পান। নদী থেকে ওই বস্তা উদ্ধার করে রুমানের লাশ পাওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ রুমানের গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ হত্যাকাÐের কারণ ও হত্যাকারীদের আটকের জন্য তৎপরতা শুরু করেছে। তবে নিহত রুমান পুলিশ সোর্স ছিল এমন তথ্য তার জানা নেই। তবে বিষয়টি আমলে নিয়ে তদন্ত করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ