Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

‘পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ’

| প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কক্সবাজার অফিস : শহরের শিশু শিক্ষা প্রতিষ্ঠান শহীদ তিতুমীর ইনস্টিটিউটের মসজিদটি আনুষ্ঠানিকভাবে জামে মসজিদ হিসেবে উদ্বোধন হয়। গতকাল জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে এটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী জুমার নামাজে ব্যাপকহারে মুসল্লিদের সমাগম দেখা যায়। জুমার নামাজপূর্ব সমাবেশে এ সময় বক্তব্য রাখেন সাবেক পৌর চেয়ারম্যান নূরুল আবছার, পৌর মেয়র সরওয়ার কামাল, সমাজ সেবক মমতাজুল ইসলাম, সাংবাদিক শামসুল হক শারেক, সাংবাদিক নূরুল ইসলাম হেলালী, কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, খুরুস্কুল ইউপির সাবেক চেয়ারম্যান মাস্টার আব্দুর রহীম ও মনছুরুল হক প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন শহীদ তিতুমীর ইনস্টিটিউট ও মসজিদটির প্রতিষ্ঠাতা মাস্টার শফিকুল হক। তিনি বলেন, শহীদ তিতুমীর ইনস্টিটিউটের খ্যাতি ছড়িয়ে পড়ায় অভিভাবক ও সূধী সমাজের সমাগম বাড়ে তিতুমীর ক্যাম্পাসে। তাদের নামাজের সুবিধার্থে এই মসজিদ প্রতিষ্ঠা করা হয়। ক্রমান্বয়ে মুসল্লি সমাগম বেড়ে যাওয়ায় এটি আজ জামে মসজিদ হিসেবে রূপান্তরিত হয়। তিনি মসজিদ প্রতিষ্ঠার সাথে যারা যেভাবে জড়িত তাদেরকে ধন্যবাদ জানান। মসজিদের অসমাপ্ত কাজের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
প্রাঞ্চলভাষায় খুতবা দিয়ে জুমার নামাজ উদ্বোধন করেন মুহাদ্দিস মাওলানা অলী আহমদ। খুতবায় তিনি বলেন, আল্লাহর কাছে পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। আর সমাজের ভাল মানুষ গুলোরই সৌভাগ্য হয় মসজিদের সাথে সম্পৃক্ত হওয়ার। তাই মসজিদের সাথে সম্পৃক্ত থাকার জন্য তিনি সকলের প্রতি আহŸান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ