বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার খানপুরে শ্রী শ্রী নিতাই গৌর সংঘ আশ্রমে গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় মন্দির কমিটির আয়োজনে এক সনাতন ধর্মীয় আলোচনা সভা ভারতের নবদ্বীপের শ্রী শ্রী নিতাই গৌর সংঘ আশ্রমের অধ্যক্ষ প্রভুপাদ (১০৮) শ্রী কৃষ্ণচন্দ্র গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের প্রথম সচিব (কন্স্যুলার) রামাকান্ত গুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শাহেদ পারভেজ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম, বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, তালোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ মেহেরুল ইসলাম বক্তব্য রাখেন।
উল্লেখ্য প্রথম সচিব (কন্স্যুলার) রামাকান্ত গুপ্ত ঢাকা থেকে সড়ক পথে অনুষ্ঠানস্থলে আসলে তাঁকে সনাতন ধর্মীয় স¤প্রদায়ের হাজার হাজার নারী পুরুষ ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পথে দুপচাঁচিয়া উপজেলা সদরের কালীবাড়ী মহাশ্মশান পরিদর্শন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।