Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কপোতাক্ষের বেড়িবাঁধ ভেঙে একটি গ্রাম ও ২শ’ বিঘা জমির মৎস্য ঘের প্লাবিত

| প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে : সাতক্ষীরার আশাশুনি উপজেলায় প্রবল জোয়ারে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে একটি গ্রাম ও দুইশ বিঘা জমির মৎস্য ঘের প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলায় কপোতাক্ষের বেড়িবাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়। চাকলা গ্রামের বাসিন্দা আকবর ঢালী, আইয়ুব আলী জানান, রাতে প্রবল জোয়ারের চাপে কপোতাক্ষ নদের বেড়িবাঁধের প্রায় দুইশ ফুট এলাকাজুড়ে ভেঙে নদী গর্ভে ধসে পড়ে। এতে চাকলা গ্রামের দেড় শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ভেসে গেছে ওই এলাকার সব মৎস্য ঘের। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, কপোতাক্ষ নদের চাকলা পয়েন্টের বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। পানি উন্নয়ন বোর্ডকে বার বার বলা সত্তে¡ও তারা সংস্কারের উদ্যোগ না নেয়ায় রাতে বেড়িবাঁধের প্রায় দুইশ ফুট এলাকা জুড়ে ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়। তিনি জানান, এলাকাবাসীকে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রিং বাঁধ দিয়ে ভাঙনকবলিত বাঁধ সংস্কারের চেষ্টা চালানো হচ্ছে। তবে, পানি উন্নয়ন বোর্ডের কোন কর্মকর্তা এখনো ঘটনাস্থল পরিদর্শনে যাননি বলে জানান তিনি। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী বিএম আব্দুল মোমিন ও এসও সরোয়ার হোসেনের সাথে একাধিক যোগাযোগের চেষ্টা করলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ