রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে : সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্ব›েদ্ব দীর্ঘ আড়াই বছরেও সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়নি। এ অবস্থায় একাংশের সভা আহŸানে কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। দলীয় সূত্র জানায়, ২০১৫ সালের ৭ জানুয়ারি কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে শেখ অহেদুজ্জামান সভাপতি ও সাঈদ মেহেদী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরবর্তী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা করে জেলা শাখায় অনুমোদনের জন্য পাঠানোর দায়িত্ব দেন নির্বাচিত সভাপতি-সম্পাদকের ওপর। কিন্তু নির্বাচিত হওয়ার পরপরই সভাপতি ও সম্পাদক অভ্যন্তরীণ দ্ব›েদ্ব জড়িয়ে পড়েন। এতে ক্রমেই দূরে সরে যান তারা। পরে সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটির পৃথক তালিকা করে জেলা শাখায় জমা দেন। কিন্তু সমন্বয়হীনতার মধ্য দিয়ে দুটি তালিকা জমা পড়ায় তা অনুমোদন করেনি জেলা আওয়ামী লীগ। এর দীর্ঘ দুই বছর পর হঠাৎ করেই সভাপতি শেখ অহেদুজ্জামান তার তৈরিকৃত তালিকা অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটির পরিচিত সভা ডাকেন। ১ এপ্রিল অনুষ্ঠিতব্য অনুমোদনহীন কমিটির এই পরিচিতি সভা নিয়ে উভয় পক্ষের মধ্যে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। চলছে কাদা ছোড়াছুড়ি। বিভ্রান্ত হচ্ছে কর্মী-সমর্থকরা। এ ব্যাপারে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী বলেন, জেলা আওয়ামী লীগ এখনো উপজেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন করেনি। পরিচিতি সভা ডাকার প্রশ্নই আসে না। আমি নিজেও জানি না। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেখ অহেদুজ্জামানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ জানান, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোনো পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।