Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানগুছিতে ট্রলার ডুবিতে নিখোঁজ আরো ৩ নারীর লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

জামাল হোসেন বাপ্পা, মোড়েলগঞ্জ (বাগেরহাট) থেকে : বাগেরহাটের মোড়েলগঞ্জে পানগুছি নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ ৩ নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উদ্ধারকারীরা পানগুছি নদীর দুর্ঘটনাস্থল ১০ কিলোমিটার দূরত্বের বিভিন্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় এসব লাশ উদ্ধার করে। এ নিয়ে ৪ দিনে নারী শিশুসহ ১৭ জনের লাশ উদ্ধার করা হলো। এখনো ১০ মাস বয়সী শিশু রাহাত এবং ৬ বছর বয়সী হাসিব নামে দুই শিশু নিখোঁজ রয়েছে বলে পুলিশ জানায়। নিখোঁজদের সন্ধানে নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা পানগুছি নদীর বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে। এ পর্যন্ত যে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে ১০ জন নারী, ২ জন শিশু ও ৫ জন পুরুষ রয়েছে। পুলিশ লাশ সনাক্ত করার পর তাদের স্বজনদের কাছে হস্থান্তর করেছে। গতকাল শুক্রবার বেলা ১১টা পর্যন্ত যে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে তারা হচ্ছেন, নাছিমা বেগম (৩২), লাবনী আক্তার (১৮) ও নাছরিন বেগম (৩২)। মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, গত মঙ্গলবার ট্রলার ডুবির পর স্বজনদের মাধ্যমে তথ্য নিয়ে তারা ২২ জনের নিখোঁজের তালিকা তৈরি করেছিল। ওই তালিকায় যাদের নাম আছে তাদের মধ্যে কামরুননেছা (৫৮) সুস্থ অবস্থায় মোড়েলগঞ্জের সুতালড়ী গ্রামে তার বাড়িতে আছেন। তিনি ওই দিন বাড়িতেই ছিলেন। ওসি আরো জানান এ পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ আছে ২ শিশু। যারা নিখোঁজ রয়েছে এবং যাদের লাশ উদ্ধার করা হয়েছে তাদের সবার বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ ও শরণখোলা এবং পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ