Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পারভেজের চিকিৎসায় সাহায্যের আবেদন

| প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরা শহরের গৃহহীন রিকশা চালক রেজাউল করীমের ৪ বছরের ছেলে পারভেজ কঠিন ও জটিল মিয়নগো এনক্যাপালাইটিস রোগে আক্রান্ত। মাগুরা রাবেয়া চক্ষু হাসপাতালের ডা. মিজানুর রহমানকে দেখালে তিনি বলেন, পারভেজ জটিল চক্ষু রোগে ভোগছে, তাকে দ্রæত ঢাকার ইসলামী চক্ষু হাসপাতালে নিয়ে উন্নত চিকিৎসা প্রদান জরুরি। এতে প্রায় ৪/৫ লাখ টাকার প্রয়োজন। অসহায় হতদরিদ্র পিতার পক্ষে পরিবার-পরিজনের ভরণপোষণের খরচ রোজগার করাই কঠিন। সেখানে সে লাখ লাখ টাকার চিন্তায় নিজেই রোগী হয়ে পড়ছে। ছেলের চিকিৎসার জন্য কোনো ভাবেই তার পক্ষে টাকা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। তাই তিনি বাধ্য হয়ে সমাজের দানশীল, ধনবান, দয়াবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ছেলের চিকিৎসায় সাহায্যের আবেদন জানিয়েছেন।

সাহায্য পাঠাবার ঠিকানা-
রেজাউল ইসলাম,
হিসাব নং- ২৫৪৫৩
ইসলামী ব্যাংক, মাগুরা শাখা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ