Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেচ খাল দখল করল প্রভাবশালীরা বিপাকে ১০ গ্রামের ৯০ হাজার মানুষ

| প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় সরকারি একটি সেচ খালের বিভিন্ন জায়গা দখল করে এলাকার প্রভাবশালীরা বাঁধ দিয়ে মাছ চাষ করছেন। ফলে এলাকার ১০টি গ্রামের ৯০ হাজার সাধারণ মানুষ সেচ খালের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। হরিণাকুন্ডু উপজেলা প্রশাসন খাল দখলের কথা স্বীকার করে অবিলম্বে উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চালানোর কথা জানিয়েছেন। সরেজমিন গিয়ে জানা গেছে. ব্রিটিশ আমলে এলাকা জনসাধারণের পানিজলের সুবিধার্থে জমিদার বিভুতভুশন দেবনাথ রায় ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের গাড়াবাড়িয়া, ষড়াবাড়িয়া, শ্রীফলতলা, সোনারদাড়ি, রাধা নগর, ঘোপপাড়াসহ ১০টি গ্রামের মধ্যে দিয়ে খনন করে কুমড় হড়ের সেচ খালটি নবগঙ্গা নদীতে সংযোগ করে দেন। খননের পর থেকে এলাকার কৃষকেরা খালের পানি ব্যবহার করে ফসলাদি উৎপাদনসহ কৃষির বিভিন্ন কাজে লাগাতেন। অনেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু এলাকার প্রভাবশালী আবু জাবের, বকুল ও মুকুল বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণ করার কারণে পানির প্রবাহ আর নেই। প্রতিবছর ভরা মৌসুমে পানি প্লাবিত হয়ে মানুষের দুর্ভোগ নেমে আসে। বর্তমানে সেচ খালটি শুকিয়ে গেছে। এখন এখানে গবাদিপশু চরানো হচ্ছে। এলাকাবাসী সরকারি এই সেচ খালের জায়গা উদ্ধারের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। কিন্তু এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এলাকাবাসী অবিলম্বে সরকারি সেচ খালের জায়গা দখলমুক্ত করে খালটি পুনঃখননের দাবি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ